মাস্ক করোনা ছড়াচ্ছে না তো?


বিভিন্ন প্রয়োজনে আমরা যারা রাজধানীতে অবস্থান করি। তারা সচেতনতার বিষয়টাকে ভিষণ রকম অবহেলা করি।একটু খেয়াল করলে দেখতে পারবেন রাজধানী ফুটপাত গুলোতে এখন কোভিড ১৯ এর জন্য ব্যবহার্য সরঞ্জামাদি বিক্রয় হচ্ছে। যিনি বিক্রি করছেন তার মুখে বড়োজোর একটা মাস্ক থাকলেও সেটা থুতনিতে নামানো। হাতেও কোন নিরাপত্তা আবরন নেই। এই ছোট ছোট ভ্রাম্যমাণ দোকান গুলো অনেক বেশি এখন চোখে পড়ছে। বিক্রিও বেশ ভালো।

এখন প্রশ্ন হলো-
-এই দোকানগুলো থেকে যারা এসব কিনছেন তারা কি ভিনগ্রহের মানুষ!
-না। তারা আমাদের মতো কেতাদুরস্ত ভদ্রলোক। প্রচন্ড পরিমাণ অসচেতন এবং ইগো আঁকড়ে থাকা মানুষ।

আবার কিছু মানুষ এক প্যাকেজ মাস্ক কিনে সে মাস্কগুলো বগলদাবা করে বিক্রি করতে উদ্যোগ নিচ্ছে। মাস্কগুলো বিক্রির জন্য হাতে ৫-১০টা মাস্ক নিয়ে মানুষের দিকে দেখার জন্য এগিয়ে দিচ্ছে। কেউ কেউ মাস্কে থাকা রাবারটা উন্মুক্ত হাতে নিয়ে টেনে-টুনে দেখে আবার ফিরিয়ে দিচ্ছেন সেই ফেরি করে বেড়ানো মানুষকে। ফুটপাতে বসা করোনা উৎসবের দোকান গুলোর চিত্রও একই।

অন্যদিকে খাবারের দোকানগুলোতে হাতে গ্লাবস পরা থাকলেও সে হাতেই খাবার তুলে পরিবেশন করা আবার টাকা নেয়া। নিজের গা-পা চুলকানোর মতো অসংগতি তো আছেই। খেতে আসা কাস্টমারকে দেয়া পরোটা অপছন্দ হওয়ায়, সেটা ফেরত দেবার আগে হাত না ধোয়া অবস্থায় উল্টিয়ে পাল্টিয়ে দেখাটাও এখানে কোনরকম অসংগতির নয়।