সফলতার গল্প - দক্ষতার অনন্য শক্তি!
দক্ষতা আপনাকে অনন্য করবে৷ নিশ্চিত অর্থে এর ফলাফল হবে সাফল্য। মোটেক্স সেই লক্ষ্যে ফ্রেশারদের ট্রেনিং প্রোগ্রাম শুরু করে। যেখানে অংশগ্রহন করেন টেক্সটাইল এবং বিভিন্ন বিষয়ের ফ্রেশ গ্রাজুয়েট।
বর্তমানে এই প্রোগ্রামের ৭ম ব্যাচের কাজ চলছে। বিগত ব্যাচগুলোর ৯০% এর রেপুটেড কোম্পানিতে জব হয়েছে। কেউ শুরু করেছেন নিজের ব্যাবসা প্রতিষ্ঠান। এই যুব যারা সফল হওয়ার পথে মোটেক্স এর সাথে যুক্ত হলো তাদের কৃতজ্ঞতা আমাদের মুগ্ধ করে। ট্রেইনিদের একজনের সাথে কথা হলো। তিনি জানালেন তার চাকুরী হয়েছে। তিনি ভালো আছেন। কৃতজ্ঞতা জানালেন মোটেক্স এর প্রতি।
প্রাপ্তিটা আসলে এখানেই। যখন মন থেকে চাওয়ায় কোন কাজ করা হয়। এবং তার ফলাফলগুলো মনকে তৃপ্তি দেয়। এ ট্রেনিং আয়োজনটির কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বপালন করেছি। স্রষ্টাকে ধন্যবাদ টেকসই উন্নয়নে যুবদের সহযোগি হবার জন্য মনোনিত করায়। সবার জন্য শুভ কামনা রইলো।
-আরমান হোসেন
পিআর এন্ড ব্র্যান্ডিং প্রফেশনাল
Post a Comment