বন্যায় ভেসে গেছে সব স্বপ্ন। সুনামগঞ্জ-সিলেট বন্যা। News Spark বাংলা
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট-সুনামগঞ্জসহ বন্যাকবলিত জেলাগুলোতে আগামী কয়েকদিন পানি কমা অব্যাহত থাকবে বলে ঢাকায় বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলেছে।
সিলেট অঞ্চলসহ দেশটিতে বন্যা কবলিত ১২টি জেলায় এপর্যন্ত ৭০ জনের মৃত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছে।
এক মাসের ব্যবধানে এবার বন্যা সিলেট এবং সুনামগঞ্জে ভয়াবহ রূপ নিয়েছিল।
আকস্মিক বন্যায় পানিতে তলিয়ে সুনামগঞ্জ জেলা শহর সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সিলেট নগরীরও রেল এবং মহাসড়ক পানিতে ডুবে গিয়েছিল।
সিলেটের সাথে সারাদেশের বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সিলেটের মানুষ গত কয়েকযুগে এত ভয়াবহ বন্যা দেখেন নি বলে বলা হচ্ছে।
একদফা বন্যার পর পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই এই অস্বাভাবিক বন্যা তাদের মোকাবেলা করতে হয়।
সেজন্য এ ধরনের পরিস্থিতির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে চলছে নানা আলোচনা। একইসাথে নদীতে নাব্যতার অভাব এবং অবৈধ দখল - এসব বিষয় আলোচনায় আসছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় এবার বন্যা ভয়ংকর রূপ নিয়েছিল।
তথ্যসূত্র: https://www.bbc.com/bengali/news-61915329
Post a Comment